গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধী দেশগুলোর ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

গ্রিনল্যান্ড অধিগ্রহণে তার আকাঙ্ক্ষার সঙ্গে একমত নয় এমন দেশগুলোর ওপর শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বৈঠকে তিনি বলেছেন, যেসব দেশ গ্রিনল্যান্ড বিষয়টি মেনে নেবে না, তাদের ওপর শুল্ক বসানো হতে পারে। খবর বিডিনিউজের। গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তার নতুন শুল্ক কোন কোন দেশের ওপর বসতে পারে, কিংবা নিজের লক্ষ্য হাসিলে এ ধরনের আমদানি শুল্ক বসানোর এখতিয়ার তার আদৌ আছে কিনা, সে বিষয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট কিছু বলেননি বলে জানিয়েছে বিবিসি। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক উভয়েই শুরু থেকেই ট্রাম্পের এই অধিগ্রহণ পরিকল্পনার বিপক্ষে। তাদের পাশে ইউরোপের অনেক দেশও আছে। যুক্তরাষ্ট্রের অনেকেও এমন অধিগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

ট্রাম্প যখন গ্রিনল্যান্ড নিয়ে নতুন শুল্কের হুমকি দিয়েছেন, সেসময়ও দ্বীপটির প্রতি সমর্থন জানাতে ডেমোক্র্যাটরিপাবলিকান উভয় দলের কয়েক কংগ্রেস সদস্য গ্রিনল্যান্ড সফরে ছিলেন। ১১ সদস্যের এ দলে থাকা রিপাবলিকান আইনপ্রণেতারা ট্রাম্প যেভাবে জাতীয় নিরাপত্তার কথা বলে গ্রিনল্যান্ড দখলের কথা বলছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ কংগ্রেস সদস্যরা ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও ডেনমার্কের আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইন্সফ্রেদেরিক নিলসেনের সঙ্গেও।

মার্কিন কংগ্রেস সদস্যদের দলটির নেতা, ডেমোক্র্যাট সেনেটর ক্রিস কুনস বলেছেন, তাদের সফরের উদ্দেশ্যই হচ্ছে স্থানীয়দের কথা শোনা এবং তাদের দৃষ্টিভঙ্গি ওয়াশিংটনে নিয়ে যাওয়া যেন উত্তাপ কমানো যায়। ট্রাম্প বলছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অতীব গুরুত্বপূর্ণ, তাই ওয়াশিংটন এটি সহজ বা কঠিন যে কোনো উপায়েই নেবে। সহজ উপায় বলতে স্বায়ত্তশাসিত দ্বীপটি ডেনমার্কের কাছ থেকে কিনে নেওয়া এবং কঠিন উপায় বলতে বলপ্রয়োগে দখল বোঝানো হয়েছে বলে অনেকে মনে করছেন। যে দেশগুলো গ্রিনল্যান্ড নিয়ে আমাদের পক্ষে থাকবে না, তাদের ওপর শুল্ক বসাতে পারি আমি, কারণ জাতীয় নিরাপত্তার জন্যই আমাদের গ্রিনল্যান্ড দরকার, গ্রামীন স্বাস্থ্যসেবা নিয়ে হোয়াইট হাউসে এক বৈঠকে এমনটাই বলেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের জনসংখ্যা খুবই কম, কিন্তু দ্বীপটি প্রাকৃতিক সম্পদে ভরপুর।

পূর্ববর্তী নিবন্ধঅভিযানের আগেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছিল
পরবর্তী নিবন্ধইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি : এইচআরএএনএ