কাজী নুরুল ইসলাম

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী নুরুল ইসলাম (৭৯) গত শুক্রবার দিবাগত রাতে আনোয়ারা জয়কালী বাজারস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে….. রাজেউন। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৬ কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক কর্মী রেখে যান। গত শনিবার বাদ জোহর বিলপুর সৈয়দ বাড়ি জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি : এইচআরএএনএ
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার কফিল উদ্দিন আহমেদ খান