শীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার

মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের কম্বল বিতরণে ইসরাফিল খসরু

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের দলের বিভিন্ন পর্যায়ে সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

তিনি গতকাল শনিবার মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।

ক্লাব সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুর জাহেদ বাবলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহউদ্দীন,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামনুল ইসলাম মামুন,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম তানভীর, মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, মোহাম্মদ রাশেদ, ইয়াসির আরাফাত, আনোয়ারুল আবেদীন মুন্না, ইউনুস মিয়া জুয়েল, আশরাফুল ইসলাম রাজীব, মোহাম্মদ সিরাজদৌল্লা, ফারুক রানা, আলাউদ্দিন ভূইয়া, সাইমন আহমেদ সাহেদ, আব্দুল হামিদ নয়ন, মোহাম্মদ মোমিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ মহিউদ্দিন জুয়েল, মোহাম্মদ জিলানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার না করলে নির্বাচন সুষ্ঠু হবেনা : এ টি এম রেজাউল করিম
পরবর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজ এক্স-ক্যাডেট ফোরামের ২০ বছর পূর্তি উৎসব