পাহাড়তলীতে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার সমাপনী

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ১৬ জানুয়ারী, সকাল ৬টা ৩০ মিনিট পাহাড়তলী ওয়ার্ডসহ ঐতিহাসিক শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন শহীদ ওয়াসিম পার্ক হতে শুরু হয় দৌড়। ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে ৪৮৮ জন দৌড়বিদ। দৌড় শেষে পুরুষদের দুই বিভাগে ২ জন চ্যাম্পিয়ন, ১৪ জন রানার্স আপ, মহিলাদের ১টি বিভাগে ১ জন চ্যাম্পিয়ন ও ৪ জন রানার্স আপ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী সকল দৌড়বিদকে স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মো. মাহফুজুল আলম, এস এম লজিস্টিক এর চেয়ারম্যান মো. আরিফ হোসেন। সমাজে স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের প্রধান আলী আহমেদ ভূইয়া স্বপন।

পূর্ববর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চট্টগ্রাম এফ সি
পরবর্তী নিবন্ধসিভাসু’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন