বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে ৪র্থ দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম ভেটার্ন এফ সি। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে তারা মরহুম আহমেদুর রহমান স্মৃতি সংসদকে ৫–০ গোলে পরাজিত করে ৪র্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চট্টগ্রাম ভেটার্ন এফ সি’র মো. সায়েম খানের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ ফারুক খান ও সাবেক খেলোয়াড় টিংকু ভট্টাচার্য। আগামীকাল ১৮ জানুয়ারি রোববার টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে দুপুর ২টায় ১ম সেমিফাইনালে অংশ নেবে এস কে স্পোর্টিং ক্লাব, কুমিল্লা বনাম চিটাগাং মাস্টার্স ক্লাব। বিকাল ৩.৩০টায় ২য় সেমিফাইনালে খেলবে রেজা ভেটার্ন এফ সি বনাম চট্টগ্রাম মাস্টার্স এফ সি।












