কাতারে বসবাসরত চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার প্রবাসীদের নিয়ে ‘হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম’ আংশিক কমিটি গঠন করা হয়েছে। রাজধানী দোহার সালাতা এলাকায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত জাতীয়তাবাদী সমর্থকদের উপস্থিতিতে এই কমিটি গঠন হয়।
সভায় রাশেদুল মামুনকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সিনিয়র সহসভাপতি আনিসুল ইসলাম, খোরশেদ মেহের ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ বাবুল। এছাড়াও আরও রয়েছেন তারেক হোসেন, মোঃ ইউসুফ বাবু, আব্দুল্লাহ আল মামুন, মোঃ সেলিম রানা, আব্দুল্লাহ মাসুদ, চান মিয়া, মানিক চৌধুরী, মাহবুব, আলম, মাসুম, রফিক, ইরফান, তারেক রুকন, সাইফুল, শাহনেওয়াজ, হাবিবুর রহমান, রাজু, সুমন, মারুফ, মোস্তাফা, মাহিন, মোরশেদ, ইরফান, মিজান, মৌলানা হাবিবুর রহমান, নুরুন্নবী, রোমান, জিয়া, তারেক প্রমুখ। নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতিকে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












