মানুষের কল্যাণ করার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত

রামপুর ওয়ার্ডে অধ্যক্ষ হেলালী

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। মানুষ মানুষের জন্য এই চেতনা ধারণ করেই জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত ও অসহায় মানুষের সুখদুঃখ, সুবিধাঅসুবিধার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়াই জামায়াতের কর্মীদের মূল কর্তব্য। গতকাল বুধবার

রামপুর ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, রামপুর ওয়ার্ড জামায়াতের আমির ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, হালিশহর থানা জামায়াতের আমির ফখরে জাহান সিরাজী সবুজ।

বক্তব্য দেন, হালিশহর থানা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, জাকির হোসাইন, আনিসুর রহমান, ডা. আব্দুল্লাহ আল নোমান, নোমান হাসান নোমান, বাহার উদ্দীন প্রমুখ। শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের উদাসীনতা জনমনে অসন্তোষ সৃষ্টি করেছে
পরবর্তী নিবন্ধআজীম শরীফ-রওশন আরা ফাউন্ডেশনের উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট সমাপ্ত