ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজে গত ১২ অক্টোবর একাডেমিক শিক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও বিদ্যাপীঠের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিস সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন।
সভায় উপস্থিত বিদ্যালয় পরিদর্শনে আসা অতিথি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিকে কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজের চীফ কো–অর্ডিনেটর এম. কামরুল হাসান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলী আজগর, প্রবীণ শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইসমত আরা বেগম, ওমর ফারুক চৌধুরী, ইয়াসিন আরাফাত, নির্মল ত্রিপুরা, আশরাফুল ইসলাম, ঈশান নাথ, উম্মুল খায়ের ইনা, হাসনা হেনা কহিল, ইশরাত জাহান সাদিয়া, উম্মে সামিহা আখিঁ ও ঈশিতা মহাজন ঋতু প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।












