বিপিএলের হ্যাটট্রিক তালিকা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টিটোয়েন্টি ক্রিকেটের চলমান আসরে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের পেসার রিপন মন্ডল। এর আগে চলতি আসরে হ্যাটট্রিক করেন দুই বাঁহাতি পেসার নোয়াখালী এক্সপ্রেসের মেহেদি হাসান রানা ও রংপুর রাইডার্সের মৃত্যুঞ্জয় চৌধুরি। সিলেট টাইটান্সের বিপক্ষে রানা এবং নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মৃত্যুঞ্জয়। গত সোমবার রাতে সিলেট স্টেডিয়ামে বিপিএলের ২৪তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হ্যাটট্রিক করেন রিপন। ঢাকার ব্যাটিং ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে শিকার করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ইনিংসে ৪ ওভার বল করে ৩০ রানে ৩ উইকেট নেন রিপন। এ ম্যাচে ঢাকাকে ৭ উইকেটে হারায় রাজশাহী। বিপিএলের ইতিহাসে একাদশতম এবং বাংলাদেশের মধ্যে সপ্তম হ্যাটট্রিক করলেন রিপন। এরমধ্যে পাকিস্তানের দু’জন, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে বোলার বিপিএলে হ্যাটট্রিক করেন। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন পেসার আলআমিন হোসেন। এরপর অফস্পিনার আলিস আল ইসলাম, পেসার শরিফুল ইসলাম, রানা এবং মৃত্যুঞ্জয় দু’বার হ্যাটট্রিকের তালিকায় নাম তুলেন। বিপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকম্যান ছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্টিক করেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে খেলতে নামা সামি। বিপিএলের হ্যাটট্রিক : মোহাম্মদ সামি (পাকিস্তান) দুরন্ত রাজশাহী, বিপক্ষঢাকা গ্ল্যাডিয়েটর্স, ২০১২। আল আমিন হোসেন (বাংলাদেশ) বরিশাল বুলস, বিপক্ষসিলেট সুপার স্টারস, ২০১৫। আলিস ইসলাম (বাংলাদেশ) ঢাকা ডায়নামাইটস, বিপক্ষরংপুর রাইডার্স, ২০১৯। ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) কুমিল্লা ভিক্টোরিয়ানস, বিপক্ষখুলনা টাইটানস, ২০১৯। আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) ঢাকা ডায়নামাইটস, বিপক্ষচিটাগং ভাইকিংস, ২০১৯। মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বিপক্ষসিলেট সানরাইজার্স, ২০২২। শরিফুল ইসলাম (বাংলাদেশ) দুর্দান্ত ঢাকা, বিপক্ষকুমিল্লা ভিক্টোরিয়ানস, ২০২৪। মঈন আলী (ইংল্যান্ড)- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বিপক্ষচট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ২০২৪। মেহেদী হাসান রানা (বাংলাদেশ)-নোয়াখালী এক্সপ্রেস, বিপক্ষসিলেট টাইটানস, ২০২৫। মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ)- রংপুর রাইডার্স, বিপক্ষনোয়াখালী এক্সপ্রেস, ২০২৫। রিপন মন্ডল (বাংলাদেশ)- রাজশাহী ওয়ারিয়র্স, বিপক্ষঢাকা ক্যাপিটালস, ২০২৫।

পূর্ববর্তী নিবন্ধবিদায়ের ঘোষণা দিলেন আট বিশ্বকাপজয়ী অ্যালিসা হিলি
পরবর্তী নিবন্ধবিশ্বকাপজয়ী পেসারের পাশে দাঁড়াল বিসিবি