আনোয়ারায় আলোচিত ১২ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী মো. সোহেল ওরফে ট্যাটু সোহেলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব মহতরপাড়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল স্থানীয় পূর্ব মহতরপাড়ার রবিউল হোসেনের পুত্র।
পুলিশ জানায়, চাতরী ইউনিয়নের কেয়াগড় এলাকায় স্লুইচগেট নির্মাণ কাজের উপ ঠিকাদার শাহিন খানের কাছ থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ট্যাটু সোহেল গত ৫ জানুয়ারি ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের মারধর ও কাজ বন্ধের হুমকি–ধমকি দেয় সোহেল। এ ঘটনায় ঠিকাদার মো. শাহিন খান বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। এর ভিত্তিতে গত সোমবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আলোচিত সন্ত্রাসী মো. সোহেলের বিরুদ্ধে আনোয়ারা, পটিয়া, বাকলিয়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ ১১টি মামলা রয়েছে। সর্বশেষ গত ৫ জানুয়ারি ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় থানায় আরো একটি মামলা হয়েছে। তিনি আরো বলেন, ট্যাটু সোহেল একজন আলোচিত দুর্ধর্ষ সন্ত্রাসী। পুলিশ তার ব্যবহৃত অস্ত্র ভান্ডারের সন্ধানে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।












