চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা গতকাল সোমবার নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। চুয়েটের পক্ষে আরো উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, যোগাযোগ ও নিরাপত্তা উপ–কমিটির সভাপতি এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক, উপ–পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আনিসুজ্জামান খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












