পটিয়ায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের অর্থায়নে এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় পটিয়ার আয়োজনে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, কৃষি অফিসার কল্পনা রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াছ প্রমুখ।
সেমিনারে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ, জীববৈচিত্র্য রক্ষা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।












