রাহাত আলী স্কুলের শিক্ষার মানোন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে

প্রধান শিক্ষকের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা বলেছেন, শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সকল শুভাকাঙ্খীদের এগিয়ে আসা উচিত। যে বিদ্যালয়ে শিক্ষার্থীরা দীর্ঘ ৫বছর পড়ালেখা শেষ করে কৃতিত্বের সাথে মাধ্যমিকের পাঠ চুকিয়েছে এসব ছাত্ররা যাতে কোনভাবেই শতবর্ষী এ বিদ্যাপীঠকে ভুলে না যায়। মাওলানা আবদুস সোবহান (রহ.) ও রাহাত আলী দারোগার স্মৃতিবিজড়িত এ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে পটিয়াকে আলোকিত করেছে। এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক অভিভাবক পরিচালনা কমিটি ও প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি গত শনিবার বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা বিদ্যালয়ে শিক্ষার্থীদের কে সততা শিক্ষা দেয়ার জন্য বিদ্যালয়ে একটি ‘সততা ষ্টোর’ প্রতিষ্ঠা করার উদ্যোগের কথা জানালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা. মো. ওয়াহিদ হাসান সততা ষ্টোর প্রতিষ্ঠায় ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা বহন করবেন বলে ঘোষণা দেন এবং এ বিষয়ে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তব্য রাখেন নাজমুল হাসান রানা, নয়ন কান্তি শীল, আবুল কালাম, এনামুর রশিদ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ বোরহান, মো. আজিজ, মো. রমজান, জামাল উদ্দিন, মোহাম্মদ গিয়াস, মামুন, দীপন, শহীদুল্লাহ্‌ কায়সার, মোহাম্মদ আজাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবোয়ালখালী গোমদণ্ডী পাইলট স্কুলের প্রথম পুনর্মিলনী