শাহসুফি মাওলানা হাফেজ নজীর আহমদ শাহ’র (ক.) ৬৬তম বার্ষিক ওরস শরিফ আগামীকাল মঙ্গলবার নগরীর পাঠানটুলীতে শাহসুফি মাওলানা সৈয়দ আমানত উল্লাহ শাহ (ক.) মাইজভান্ডারীর বাড়ির রওজা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য নজীর ভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ বশরত উল্লাহ মাইজভান্ডারী ও দরবার শরিফের মুন্তাজেম সৈয়দ মুহাম্মদ নেছারউল্লাহ আল মাইজভান্ডারী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












