তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে কোয়াবের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বোর্ড পরিচালকদের আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে তারা। বিশ্বকাপ খেলতে ভারতে না যেতে বিসিবির সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন তামিম। তেমনই একটি মন্তব্যের ফটোকার্ড ফেইসবুকে শেয়ার করে বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম লিখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো।’ তার এই পোস্ট ছড়িয়ে পড়লে ক্রিকেট আঙিনায় তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও কড়া প্রতিক্রিয়া জানান। ক্রিকেটারদের সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবি পরিচালকের ওই মন্তব্য দেশের ক্রিকেট সমাজের জন্য অপমানসূচক। ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নজরে এসেছে।

আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়।’ কোয়াবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এর মধ্যেই আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।’ মোস্তাফিজ ইস্যু এবং আসন্ন বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গত শনিবার থেকেই উত্তাল দুই দেশের ক্রিকেট। চলমান এই সঙ্কট নিয়ে তামিম নিজের মতামত জানান একটি অনুষ্ঠানে। তামিমের মতামত নিয়েই স্ট্যাটাস দেন বিসিবি পরিচালক। তামিমের মতামত নিয়ে লেখা ফটোকার্ড শেয়ার করেই বিসিবি পরিচালক নাজমুল অমন মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধক্লিফটন গ্রুপের বার্ষিক ক্রীড়া উৎসব শুরু
পরবর্তী নিবন্ধবিগ ব্যাশে দুর্দান্ত বোলিংয়ে রিশাদের ৩ উইকেট