মনোনয়ন প্রত্যাশী অপর এমপি প্রার্থীর কষ্ট ও ক্ষোভ লাঘব করতে মনোনায়নপ্রাপ্ত বিএনপির এমপি প্রার্থী তাঁর বাড়িতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা করলেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ডোমখালী এলাকায় এলাকায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম–১ মীরসরাই আসনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। উপজেলা বিএনপির সদস্য সানাউল্লাহ মেম্বারের সভাপতিত্বে ও সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন তাহের আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, সদস্য বদরুদৌজা চৌধুরী, বায়েজিদ উল আলম, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল আলম মিলন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলাউদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল সহ বিএনপি অঙ্গ ও সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।












