চট্টগ্রামে কর্মরত ফুটবল কোচদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ম্যাচ প্রিপারেশন এন্ড ম্যাচ ডে জব রেসপন্সিবিলিটিস’ শীর্ষক সেমিনার। কোচদের মেধা ভিত্তিক এগিয়ে নেওয়ার লক্ষ্যে গত বুধবার রাতে চট্টগ্রাম ফুটবল কোচে’স এসোসিয়েশনের আয়োজনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল বিষয়ের উপর বক্তব্য রাখেন ফর্টিস এফ সি লিমিটেডের হেড কোচ মাসুদ পারভেজ কায়সার। চট্টগ্রাম ফুটবল কোচেস এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম লেদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারের শুরুতে বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। এসময় আরও উপস্থিত ছিলেন সিডিএফএ নির্বাহী সদস্য আলী আকবর ও যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ সহ চট্টগ্রাম ফুটবল কোচেস এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সেমিনারের মূল বক্তা মাসুদ পারভেজ কায়সার অংশগ্রহনকারী কোচদের কাগজে কলমে ম্যাচ পূর্ব প্রস্তুতি ও ম্যাচের দিন নিজ নিজ দায়িত্ব ও করনীয় সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।












