সত্যমিথ্যার পার্থক্য ঘুচে যাচ্ছে

আলেয়া আরমিন আলো | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:১৪ পূর্বাহ্ণ

আজকাল সমাজে ও সংসারে সত্য মিথ্যার পার্থক্য ঘুচে যাচ্ছে কিছু মানুষের নিঁখুত অভিনয়ের পটুত্বে। মুখের আড়ালে মুখোশ লুকিয়ে কাছে এসে ঠোঁটের কোণায় সরল হাসি ঝুলিয়ে রেখে ওরা নিপুণ ছলনায় মায়া সাজিয়ে রাখে সমস্ত অবয়বে। কথাবার্তায় এতটাই আন্তরিকতার প্রকাশ করে, যা দেখে চারপাশের মানুষেরা তাদেরকে সহজেই বিশ্বাস করে ফেলে এবং পূর্ণ আস্থায় বন্ধু ভেবে তার উপর নির্ভরও হয়ে পড়ে। অথচ, ওরা পেছনে ঠিকই বন্ধুত্বের অবমূল্যায়ন করে। যাকে বন্ধু বলে তার নামেই সমালোচনা করে এবং অন্যের সাথে বন্ধু সম্পর্কে কটুকথা বলতেও দ্বিধাবোধ করে না। বরং বন্ধুর সরলতার সুযোগে তার সামনে ঠিক ভালোমানুষী দেখায়।

তারা নিজের অন্তরের ভয়ংকর রকমের জটিলতাকে আড়ালে রেখে সত্যের মতোই চোখে চোখ রেখে মিথ্যে বলতে পারে। তাদের হাতিয়ার হলো মাত্রাতিরিক্ত বিনয়ের সাথে মিষ্টি কথায় মানুষের মন জয় করা এবং মায়াবী বাচনভঙ্গি প্রদর্শন করা। তারা কাউকেই সামনে আঘাত করে না। এই শ্রেণির মানুষেরা সাধারণত কাছের মানুষ কিংবা বন্ধু মতো অভিনয় করে মানুষের মনের গোপন কষ্টকথা শুনে সহমর্মিতা দেখিয়ে ভেতরের কথাগলো জেনে অন্যদের সাথে বসে দুঃখী মানুষটির ব্যথাহত হৃদয় নিয়েও হাসি ঠাট্টায় খোশগল্পে মাতে। অথচ, দুঃখী মানুষটি হয়তো তাকে আপন ভেবেই গোপন কথা তার কাছে বলে মন হালকা করে এবং মনে করে, বিশ্বস্ত যে বন্ধুটির কাছে সে কষ্টগুলো বললো, তার কাছে তা হয়তো আমানত হয়েই গোপন হয়েই থাকবে আজীবন।

আসলে সবসময় পাশের মানুষগুলোও আপন হয় না। যেমনি সমুদ্রের সৈকতে দাঁড়িয়ে আকাশটাকে খুব কাছে মনে হয়। মনে হয় একটু সামনে এগোলেই হয়তো আকাশের সীমানা ছুঁয়ে আসা যাবে। আসলে আকাশ তো ছোঁয়া যায় না। তেমনি কিছু মানুষকে সরল বিশ্বাসে পাশে পেয়ে তাদেরকে আপন ভাবলেও তারা কখনোই কাছের মানুষ হয়ে উঠে না। পৃথিবীতে সব পাশের মানুষজন কাছের মানুষ হওয়ার যোগ্যতায় রাখে না।

পূর্ববর্তী নিবন্ধদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক
পরবর্তী নিবন্ধশীত উৎসব