ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের ৪৩ হাজার ৭২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তার (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামী ২২ জানুয়ারি থেকে। ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন স্কুল ও কলেজে এই প্রশিক্ষণ চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোটগ্রহণের জন্য ১৯৬৫টি ভোটকেন্দ্র এবং ১২৫৯৫টি ভোটকক্ষ (বুথ) চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। তিনি আজাদীকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামের ১৬ আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে। ধাপে ধাপে এই প্রশিক্ষণ চলবে ৭–৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে হওয়াতে ভোটকেন্দ্র এবং কক্ষ কিছুটা বেড়েছে। ভোটগ্রহণের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা যে পরিমাণ লাগবে তার থেকে ১০ শতাংশ অতিরিক্ত হিসেবে এরমধ্যে আমরা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া তালিকা থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করেছি।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, আগামী ১২ ফ্রেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে দায়িত্ব পালনের জন্য ৩৯ হাজার ৭৫০ জন ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার) লাগবে। এর সাথে অতিরিক্ত ১০ শতাংশসহ মোট ৪৩ হাজার ৭২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি–জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের মোট ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে থেকে গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই–বাছাইকালে ৪২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসার। বাছাই শেষে বর্তমানে চট্টগ্রামের ১৬ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১০১ জন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের অনেকেই নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাঙে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন।












