সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রসহ ছবি প্রকাশ করে ভাইরাল হওয়া শওকত আলী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনী সূত্র জানিয়েছে, অবৈধ অস্ত্রসহ শওকত আলীর ছবি সামাজিক যোগাযোগ মধ্যমে ভাইরাল হয়। এছাড়াও সে অস্ত্র নিয়ে বিভিন্নস্থানে ঘোরাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। গোয়েন্দা সূত্রে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছে অস্ত্র পাওয়া যায়নি। তবে তার অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করার জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী শওকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।











