৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের রাজাখালী শাহ আমানত কলোনিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন চট্টগ্রাম–৯ আসনে বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা ও সহমর্মিতা জানান। এ সময় আবু সুফিয়ান বলেন, প্রচণ্ড শীতের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এই সংকটে তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। বিএনপি অতীতেও মানুষের পাশে ছিল, আগামীতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, নকীব উদ্দিন ভূইয়া, এম. এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া, নুরুল আজিম হিরু, যুবদল নেতা নুর হোসেন নুরু, ইউসুফ খান প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে শাহ আমানত কলোনিতে সংঘটিত অগ্নিকাণ্ডে প্রায় ২০০টি কাঁচাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












