চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ১০ লাখ টাকা অনুদান প্রদান

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ক্রমবর্ধমান ডায়ালাইসিস রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা করার উদ্দেশ্যে লন্ডনপ্রবাসী মাহমুদুন্নিসা চৌধুরী ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। এই অনুদান দিয়ে একটি নতুন ডায়ালাইসিস মেশিন ক্রয় করা হবে। যা মূলত অসচ্ছল ও দরিদ্র রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে। গত ৫ জানুয়ারি তার ছোট ভাই আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনএর পক্ষে চেকটি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ এই অনুদানের জন্য মাহমুদুন্নিসা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার ইচ্ছানুযায়ী অর্থটি যথাযথভাবে ব্যবহৃত হবে বলে আশ্বস্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে জনগণ অতীতের পুনরাবৃত্তি দেখতে চায় না
পরবর্তী নিবন্ধমমতা সমাজের মানুষের মানব মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে