বিএডিসি অফিসে অস্ত্র দেখিয়ে হুমকি, মূল হোতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৪:২৭ পূর্বাহ্ণ

নগরীর কালুরঘাট বিএডিসি অফিসে অস্ত্র প্রদর্শন করে হুমকিসহ ভীতি ছড়ানোর অভিযোগে ঠিকাদার আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত সোমবার রাতে নগরীর দামপাড়া ওয়াসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ঘটনার মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর টাস্কফোর্স৪।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি কালুঘাটের বিএডিসি অফিসে আলমগীর হোসেনের নেতৃত্বে ৯ জনের একটি দল অস্ত্রসহ প্রবেশ করে। তারা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের খোঁজ করে। তাকে না পেয়ে অফিস স্টাফদের মারধর ও হত্যার হুমকি প্রদান করে। একই উদ্দেশ্যে ষোলশহরের বিএডিসি অফিসে জোরপূর্বক প্রবেশ করে রিয়াজ মাহমুদ নামে এক কর্মচারীকে মারধর করে। এক পর্যায়ে সহকারী প্রকৌশলী তমাল দাস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে কম্পিউটার অপারেটর ফাহিমকে ঠিকাদার আলমগীর হোসেন শার্টের নিচে রাখা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম দামপাড়া আর্মি ক্যাম্প টাস্কফোর্স৪ এ অভিযোগ দায়ের করেন। পরে অভিযান পরিচালনা করে ৫ জানুয়ারি রাতে দামপাড়া ওয়াসা এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অস্ত্রসহ সরকারি অফিসে ভয়ভীতি প্রদর্শনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। ঘটনায় সরকারি অফিসের নিরাপত্তা ও কর্মকর্তাদের জীবননাশের হুমকির বিষয়টি স্পষ্ট হয়েছে। গতকাল দুপুরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত মনির ও মামুন এবং তাদের সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানায় সেনাবাহিনী। চান্দগাঁও থানা পুলিশ সেনাবাহিনী থেকে একজনকে দেয়ার কথা স্বীকার করে বলেছে, আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তী নিবন্ধটার্মিনাল ড্রাইভওয়েতে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নিবন্ধন করেছেন ৯৫ হাজার ২৪৬ জন