পটিয়া আশিয়া ইউনিয়নে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন আশিয়া ফুটন্ত ফুল তরুণ একতা সংঘ। সমাজের গরীব ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে সংগঠনটির উদ্যোগে ২০ জন শিশুর ফ্রি খৎনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার ফ্রি খৎনা ক্যাম্প ও আলোচনা সভা মানবিক সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শিশুদের জন্য এ কর্মসূচি ছিল আশীর্বাদস্বরূপ। এতে প্রধান অতিথি ছিলেন আশিয়া ইউনিয়নের কৃতি সন্তান, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা.সারোয়ার কামাল। তিনি বলেন, একটি শিশুর সুস্থ জীবন নিশ্চিত করা মানেই একটি সুন্দর ভবিষ্যতের বীজ বপন করা। আশিয়া ফুটন্ত ফুল তরুণ একতা সংঘ আজ যে মানবিক দায়িত্ব পালন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। আজকের এই উদ্যোগ প্রমাণ করে মানবতার সেবাই প্রকৃত ইবাদত।
সংঘের প্রধান উপদেষ্টা মো. রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ব্যবসায়ী মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আশিয়া ইউপি সদস্য মো. পারভেজ উদ্দিন, অহিদুল ইসলাম পলাশ, ওমর ফারুক রণি, মো. মফিজ উদ্দিন সওদাগর প্রমুখ। বক্তারা বলেন, ফুটন্ত ফুল তরুণ একতা সংঘ শুধু একটি সংগঠন নয়, এটি অসহায় মানুষের ভরসাস্থল। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।











