হাটহাজারীতে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৭৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। গতকাল সোমবার বিকেলে পরিচালিত এই অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার চৌধুরীহাট, বড় দিঘির পাড় ও বাসস্ট্যান্ড মোড় এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে যানজট সৃষ্টি ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে দণ্ডবিধি ১৮৬০–এর ২৯১ ধারায় একাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন, আলী আজগর (২৮) ৫ হাজার টাকা, বশর (৩২) ১ হাজার টাকা, নুরুল্লাহ (৪৫) ১০ হাজার টাকা, মো. খোরশিদুর রহমান ২ হাজার টাকা, আলাউদ্দিন ১০ হাজার টাকাসহ বিভিন্ন অপরাধে মোট ৭৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়া অভিযানের সময় বাস মালিক ও সিএনজি মালিক সমিতিকে নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়। বাসস্টেশন এলাকায় বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার টাঙানো হয়। একই সঙ্গে কয়েকটি চৌরাস্তার ঝুঁকিপূর্ণ সড়ক বন্ধ করে ইউটার্ন ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয় এবং পথচারীদের চলাচলের জন্য কিছু স্থানে পথ উন্মুক্ত রাখা হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্য, হাটহাজারী থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পাশাপাশি উপজেলা প্রশাসন, পৌরসভা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন। ইউএনও মু. আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, হাটহাজারী পৌরসভার যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।










