হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন ২০০ টাকা মুচলেকা দিয়ে। গতকাল রোববার সকাল ১০টার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করেন। খবর বিডিনিউজের।

এর আগে সকাল ৭টার দিকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ মাহদীকে আদালতে হস্তান্তর করে। আদালত জামিনযোগ্য অপরাধ বিবেচনায় তাকে ২০০ টাকা মুচলেকায় জামিন দেন। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে শনিবার সন্ধ্যায় মাহদী হাসানকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

মাহদী হাসানের আইনজীবী আশরাফুল বারী নোমান বলেন, ‘জামিনযোগ্য অপরাধ হওয়ায় ২০০ টাকা বন্ডে মাহদীকে জামিন দিয়েছে আদালত। আমরা এ রায়ে আদালতের প্রতি সন্তুষ্ট।’

পূর্ববর্তী নিবন্ধবারিক মিয়া স্কুলের ৮০ বছর পূর্তি ও এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধআজ জাতীয় ছড়া দিবস