টেকনাফে নাফ নদীর সীমান্ত থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার ভোররাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদী সীমান্তে ভাসমান অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে টেকনাফ বিজিবি–২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান। আশিকুর বলেন, ‘মিয়ানমারের মংডু এলাকা থেকে একটি বড় ইয়াবার চালান নাফ নদী দিয়ে টেকনাফের সাবরাং বিওপির এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে এ অভিযান চালানো হয়। ভোর ৪টা ৩০ মিনিটে সাবরাং সীমান্ত সংলগ্ন নাফ নদীতে বিজিবির সদস্যরা অবস্থান নেন। এ সময় থার্মাল ক্যামেরার মাধ্যমে চারজন ব্যক্তিকে একটি নৌকায় করে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।’ খবর বিডিনিউজের। বিজিবির এ কর্মকর্তার ভাষ্য, পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় চারটি পলিব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলোতে বিশেষ কায়দায় মোড়ানো মোট ২ লাখ ইয়াবা পাওয়া যায়।












