খালেদা জিয়ার মৃত্যুতে পোর্ট সিটি ভার্সিটির উপাচার্যের শোক

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:০৩ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পোর্ট সিটি ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত উপাচার্য) প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়নে তাঁর অবদান ছিল সুদূরপ্রসারী ও যুগান্তকারী। উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ব্যক্তিগত উদ্যোগে ড্রেন পরিচ্ছন্নতা কার্যক্রম
পরবর্তী নিবন্ধ৭৮৬