নগরীর ইপিজেডের খেজুরতলা এলাকা থেকে ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার রাতে খেজুর তলা এলাকার একটি বসতঘরে জুয়া খেলার সময় তাস ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তার ৬ জুয়াড়ি হলেন মো. হাসান, মো. সুমন মিয়া, মো. নুর উদ্দিন, মো. রাশেদ, মো. জাহেদ হোসেন ও হাসান।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন আজদীকে বলেন, আটককৃতদের কাছ থেকে মোট তাস ও নগদ ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আলামতসহ তাদের ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।











