চকরিয়া সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা দিবস পালিত

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। বক্তব্য রাখেন সাংবাদিক কে এম নাসির উদ্দিন, মাস্টার মুছা, মাওলানা মুহাম্মদ মুছলেহ উদ্দিন কাদেরী, হাফেজ মাওলানা জাহাঙ্গির আলম ও মাস্টার শহীদ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ এতিমখানা হিসেবে সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা প্রথম পুরস্কার লাভ করেন। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এতিমখানার তত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ মুছলেহ উদ্দিন কাদেরী। এছাড়া ২য় পুরস্কার পেয়েছে বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানা, ৩য় পুরস্কার আল মোস্তফা এতিম প্রকল্প, ৪র্থ পুরস্কার খুটাখালী দারুল হুফ্‌ফাজ এতিমখানা, সাধারণ পুরস্কার পেয়েছে বানিয়ারচর হামিউচ্ছুন্নাহ এতিমখানা, কোনাখালী আল আমিন এতিমখানা ও দারুচ্ছালাম এতিমখানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার মাহফিল কাল
পরবর্তী নিবন্ধইপিজেড খেজুরতলা এলাকা থেকে ছয় জুয়াড়ি গ্রেপ্তার