মমতার প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ দোয়া মাহফিল

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

মমতার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। হালিশরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত মাহফিল মমতার প্রধান নির্বাহী আলহাজ রফিক আহামদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এক সংক্ষিপ্ত আলোচনায় মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে, তাঁর অবদান দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি বলেন, মমতা বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে বিগত চার দশকেরও বেশি সময় ধরে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে নিরলস কাজ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে সড়কের পাশে মিলল বাকপ্রতিবন্ধী শিশু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে মারধর, ১০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ