হুলাইন ছালেহ নূর কলেজের সাবেক ছাত্রনেতা, পরবর্তীতে পটিয়া উপজেলা বাংলাদেশ জাসদের নেতা চরকানাই নিবাসী অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ রফিক বার্ধক্যজনিত রোগে গতকাল বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল ভোর ৬.৩০ টায় তার চট্টগ্রাম শহরের বাসাস্থ হাজী অলিমিয়া সওদাগর জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। চরকানাই বড় জামে মসজিদ সংলগ্ন ময়দানে বিকাল ৪.৩০ মিনিটে ২য় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ নবী চৌধুরী, সাংবাদিক নাছির উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি স্বপন চৌধুরী, পূর্ব পাচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাবেক মেম্বার মোঃ জালাল, নুরুল হক, মোঃ জসিম উদ্দিন ও সজীব দাশ। প্রেস বিজ্ঞপ্তি।












