রাঙামাটিতে মাতৃভাষায় বই পেল ২৭ হাজার পাহাড়ি শিক্ষার্থী

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সারাদেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও সাধারণ বইয়ের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর চাকমা, মারমা, ত্রিপুরা শিক্ষার্থীদের মাঝেও নিজ নিজ মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ বইয়ের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

এছাড়াও জেলার দশ উপজেলার ২৭ হাজার ৮০১ জন চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে শতভাগ নিজস্ব মাতৃভাষা বই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

এদিকে, নতুন বছরে নিজেদের মাতৃভাষা বই পেয়ে উচ্ছ্বসিত পাহাড়ের শিক্ষার্থী ও অবিভাবকরা। শিক্ষার্থীর অভিভাবকরা বলেন, আমাদের ছেলেমেয়েরা নিজেদের ভাষায় বই পেয়েছে এতে আমরাও অনেক খুশি। কিন্তু স্কুলগুলোতে এখনো ভালো করে পড়ানোর শিক্ষক নেই। নিজেদের মাতৃভাষা শিক্ষার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমরা অবিভাবকরাও অনেকেই আমাদের মাতৃভাষাটা ঠিকমতো বলতে এবং লিখতে পারি না তাই এটা শেখার অবশ্যই প্রয়োজন আছে।

২০১৭ সাল থেকে পার্বত্য এলাকায় চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নিজস্ব বই বিতরণ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সূত্রে জানা যায়, জেলার দশ উপজেলায় ২৭ হাজার ৮০১ জন চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী শিক্ষার্থীদের ৬২ হাজার ৪২৬টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাকপ্রাথমিকে ১৩ হাজার ১৩৪টি, প্রথম শ্রেণির ২০ হাজার ৮৮০টি, দ্বিতীয় শ্রেণির ২১ হাজার ২০৭ টি ও ৩য় শ্রেণির ৭ হাজার ২০৫টি বই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বলেন, পার্বত্য জেলার জন্য মাতৃভাষা যে বইটি সরকার চালু করেছে সেই বইগুলো শতভাগ আমাদের কাছে চলে এসেছে এবং বইগুলো স্ব স্ব বিদ্যালয়েও পৌঁছে দেওয়া হয়েছে। আজকে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শতভাগ বই বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদের সহায়তায় পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষা শিক্ষা প্রদানের লক্ষ্যে স্ব স্ব মাতৃভাষার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে আলাপ করা হয়েছে। চেয়ারম্যান জানিয়েছেন, জেলা পরিষদের উদ্যোগে শিক্ষকদের স্ব স্ব মাতৃভাষার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশেষ মুহূর্তের নাটকীয়তায় রংপুরকে হারাল রাজশাহী
পরবর্তী নিবন্ধচকরিয়ায় কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি, জরিমানা