কৃষিখাতে হেলালীর আয় ৫৪ হাজার ৯০৭ টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১০ (পাঁচলাইশখুলশীডবলমুরিং ও হালিশহর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী হলফনামায় কৃষিখাতে বার্ষিক আয় দেখিয়েছেন ৫৪ হাজার ৯০৭ টাকা। পেশায় ব্যবসায়ী হেলালী শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন স্নাতকোত্তর। ব্যবসা থেকে আয় দেখিয়েছেন ৯ লাখ ১৬ হাজার ৩১৬ টাকা। এছাড়া অন্যান্য উৎস থেকে বার্ষিক আয় দেখান ৬১ হাজার ৫০০ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে শামসুজ্জামান হেলালীর নগদ টাকা আছে ২ লাখ ১৬ হাজার ৩১৮ টাকা, ব্যাংকে জমাকৃত অর্থ দেখিয়েছেন যথাক্রমে ৩ লাখ ২২ হাজার ৭৭ টাকা এবং ৬ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা। নিজ নামে সিএনজি অধিগ্রহণকালে মূল্য দেখিয়েছেন ৫ লাখ ২৫ হাজার টাকা, ৩০ ভরি সোনার দাম উল্লেখ করেছেন ৯৬ হাজার টাকা, ইলেকট্রনিক পণ্য নিজ নামে দেখিয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা, নিজ নামে আসবাবপত্রের মূল্য দেখিয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা। নিজ নামে ১৬০০ বর্গফুট এপার্টমেন্টের দাম দেখিয়েছেন ২৮ লাখ ৮০ হাজার টাকা। নিজ নামে থাকা অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখিয়েছেন ৭৮ লাখ ৯৬ হাজার ৭৯২ টাকা। শামসুজ্জামান হেলালী হলফনামায় স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ৩৫ দশমিক ১৭ শতক কৃষি জমির মূল্য দেখিয়েছেন ৩২ লাখ ১ হাজার ২৬০ টাকা। ঢাকার বাড্ডাতে ১১২৭ বর্গফুটের এপার্টমেন্টের মূল্য দেখিয়েছেন ৩৩ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা। নিজ নামে থাকা স্থাবর সম্পদের আনুমানিক মূল্য দেখিয়েছেন ৭৬ লাখ ৯৪ হাজার ৮৬০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধজোবাইরুলের বার্ষিক আয় ৩ লাখ ৩০ হাজার টাকা
পরবর্তী নিবন্ধমীর হেলালের নগদ পাঁচ কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৫৮৮ টাকা