ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই এখন নিজের ভবিষ্যৎ দেখছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা এখন আর নিজের প্রধান লক্ষ্য নয়; এমন স্পষ্ট বার্তাই দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার এখন আন্তর্জাতিক দায়বদ্ধতার চেয়ে ব্যক্তিগত ক্যারিয়ার ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অগ্রাধিকার দিচ্ছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের বাইরে সাকিব। তার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চললেও সামপ্রতিক বক্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানালে যে জাতীয় দলের দরজা তার জন্য এখনো খোলা, বাস্তবে সাকিবের ভাবনায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সাকিব আল হাসান সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে খেলেছেন ২০২৪ সালে; ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। ওই সফরের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ফেরার কথা থাকলেও রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা ইস্যুর কারণে আর ফেরা হয়নি। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে তাকে দেখা যায়নি। সমপ্রতি এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব নিজেই স্বীকার করেছেন, তার মানসিকতায় পরিবর্তন এসেছে। জাতীয় দলে ফেরার বিষয়ে বোর্ডের আগ্রহ থাকলেও নিজের দৃষ্টিভঙ্গি যে বদলেছে, সেটি স্পষ্ট করে দিয়েছেন তিনি। সাকিব বলেন, ‘আমি এখন নিজের জন্য খেলছি। যত দিন সুযোগ আসবে, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, তত দিন ভালো করার চেষ্টা করব।’ গত এক বছরে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই বেশি সময় কাটাচ্ছেন এই অলরাউন্ডার। বর্তমানে তিনি আইএলটিটোয়েন্টিতে খেলছেন। সূচি মিললে বিপিএলেও খেলার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন। কোন লিগে কখন খেলবেন, সেই সিদ্ধান্ত এখন পুরোপুরি তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যকে ঘিরেই। জাতীয় দলে তার প্রত্যাবর্তন ব্যর্থ হওয়ার পেছনের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন সাকিব। সরকারের বিধিনিষেধ ও নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে তিনি ইঙ্গিত দিয়েছেন, এসব বিষয়ে বোর্ডের ওপর নির্ভরশীলতা থাকাই তার ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংস্করণ থেকে অবসর নেননি, তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তার দিক থেকে তেমন আগ্রহও দেখা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধসিকান্দার রাজার ছোট ভাইয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধরশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দল