মাইজভাণ্ডার দরবারের হযরত হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) এর নামাজে জানাযা গত সোমবার বাদ এশা মাইজভাণ্ডার দরবারের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শাখা দরবারের আওলাদপাকগণের উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন শামসুল কবির ঝারু মিয়া মাইজভাণ্ডারী, মফিজ উদ্দিন মাইজভাণ্ডারী, নজরুল হুদা মাইজভাণ্ডারী, গোলাম মোরশেদ মাইজভাণ্ডারী, মিশকাতুন নূর মাইজভাণ্ডারী, ফাহিম আল রহমান মাইজভাণ্ডারী, নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী, এসকান্দর মির্জা মুকুট মাইজভাণ্ডারী, নূর হোসেন মাইজভাণ্ডারী, আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী, তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী, নাজিম উদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী, বেলাল উদ্দিন মাইজভাণ্ডারী, ইকবাল ফজল মাইজভাণ্ডারী, শেখ ফয়সাল করিম মাইজভাণ্ডারী, আবরার ইবনে সেহাব, ফকরুল ইসলাম রিজভী, শাহজাদা জুনায়েদ ও আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












