জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু তাহের নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। হলফানামায় আয়ের উৎস হিসেবে মৎস্য হ্যাচারি উল্লেখ করলেও টাকার পরিমাণ জানাননি। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন স্বশিক্ষিত। এছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমাকৃত অর্থের পরিমাণ উল্লেখ করেন ৭ লাখ ৬৩ হাজার ৪৬২ টাকা এবং স্ত্রীর নামে উল্লেখ করেন ১ লাখ ৫০ হাজার টাকা। সঞ্চয়পত্র, স্থায়ী আমানত (ফিঙড ডিপোজিট), ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ দেখিয়েছেন ২ কোটি ১০ লাখ টাকা, বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেলের অধিগ্রহণকালে মূল্য উল্লেখ করেন ৬১ লাখ ৩০ হাজার টাকা, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গহনা নিজ নামে অধিগ্রহণকালে মূল্য উল্লেখ করেছেন ১ লাখ ৫০ হাজার টাকা, নিজ নামে আসবাবপত্রের মূল্য দেখিয়েছেন ১ লাখ টাকা, নিজ নামে অর্জনকালীন মোট অস্থাবর সম্পদ উল্লেখ করেন ২ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৪৬২ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য উল্লেখ করেছেন ৩ কোটি ৩৯ লাখ ৯৩ হাজার ৪৬২ টাকা।
আবু তাহের হলফনামায় স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে অকৃষি জমির অর্জনকালীন আর্থিকমূল্য দেখিয়েছেন ১২ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা। স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে অর্জনকালীন মুল্য ও বর্তমান মূল্য দেখিয়েছেন ১২ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা। পেশায় ব্যবসায়ী আবু তাহেরের নিজ নামে দায় উল্লেখ করেন ১ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৪৫১ টাকা।












