আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সভাপতি ও সিএমপি কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে গতকাল শনিবার দামপাড়াস্থ পুলিশ লাইন্স মেট্রোপলিটন শুটিং ক্লাব সম্মেলন কক্ষে সংস্থার ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী ও কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তসলিম উদ্দিন। প্রয়াত সদস্য ও আঞ্জুমানের পক্ষ থেকে ত্রাণ দিতে গিয়ে শাহাদাৎ বরণকারী সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মুনাওয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হারুন সালাম, শাহেদুল আলম কাদেরী, শবাগার রক্ষক আজগর খান ও ড্রাইভার মো. জহিরুল ইসলামের রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়। এছাড়াও শুরু থেকে আজ পর্যন্ত আঞ্জুমানে অবদান রেখে যারা মৃত্যুবরণ করেছেন ও আঞ্জুমান কর্তৃক দাফন কৃত বেওয়ারিশ লাশের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার। বার্ষিক প্রতিবেদন ও বাজেট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী। বার্ষিক হিসাব বিবরণী উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও সহসভাপতি ওয়াহিদুল হক চৌধুরী, উপপুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহমেদ, উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলাপমেন্ট) ফেরদৌস আলী চেীধুরী, উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড র্ফোস) মো. হাসান মোস্তফা স্বপন।

সভায় নির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী মাহাদাত হোসেন, নির্বাহী সদস্য আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস), হরমুজ শাহ বেলাল, মোহাম্মদ ওসমান গণি, নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুদ্দিন আহম্মদ সাকী, মো. মহিউদ্দিন, আবদুর রাজ্জাক, এ কে এম সরওয়ার আলম, সিরাজ উদ্দিন, জয়নুল আবেদীন, মো. মহিউদ্দিন, মেহের আলী চৌধুরী, আবুল কালাম ভূঁইয়া, আবুল কালাম আজাদ, মুহাম্মদ মনসুর সিকদার, কে এম ফজলে এলাহী টিপু, এমদাদুল আজিজ চৌধুরী, আবু বকর সিদ্দিকী, এম এ ছাত্তার, জানে আলম জিকু, শামসুল আলম, প্রকৌশলী এ এস এম শহীদুল আলম, ডা. মুদ্দাছির আহমেদ কাদেরী, মোহাম্মদ আলম, সিরাজ উদ্দিন, শাহাবুদ্দীন ফারুক, সাব্বিরি আহমেদ কাদেরী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সহকারী পরিচালক, মো. সেলিম নাসের, হিসাব র্কমর্কতা মো. আব্দুল কাইয়ূম ও সাইট ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান সোহেল।

শুভেচ্ছা বক্তব্য দেন, সহসভাপতি ও সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি পিএলসি’র চেয়ারম্যান শামসুল আলম শামীম। সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার হাসিব আজিজ তাঁর সমাপনী বক্তব্যে সংস্থার নতুন মেম্বার নেওয়ার, সংস্থার বহুতল ভবন র্নিমাণ করার, আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামে ভোকেশনাল ট্রেনিং স্কুল স্থাপনের গুরুত্বারোপ করেন।

সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই হবে প্রকৃত সাফল্য
পরবর্তী নিবন্ধআইআইইউসি’র ফার্মেসি মাস্টার্স ল্যাব উদ্বোধন