বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আজকের এই ফলাফল প্রকাশ অনুষ্ঠান শুধু নম্বর জানানোর অনুষ্ঠান নয়; বরং এটি আত্মসমালোচনা, উৎসাহ ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। মনে রাখতে হবে”ফলাফল সাফল্য ও ঘাটতির আয়না।

গতকাল শনিবার সকাল দশটায় বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলহাজ্ব শেখ মোহাম্মদ মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের সৌজন্যে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন এ কথা বলেন। মাস্টার নাছির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোহাম্মদ ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ ফয়জুল্লাহ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বুড়িশ্চর জিয়াউল উলুম জায়তুন নুর এতিমখানার সভাপতি মোহাম্মদ ওয়াসিম রেজা। অন্যান্যদের মধ্যে অংশ নেন মোহাম্মদ লোকমান হাকিন মেম্বার, হাজী নাসির উদ্দিন, মনজুরুল কাদের, আবু তাহের ফারুকী, সাইদুল ইসলাম পাটোয়ারী, শওকতুল ইসলাম, আরিফ উল্লাহ, আরমান উল্লাহ, তোফাজ্জল হোসেন, আব্দুল নুর, রুহুল কাদের চৌধুরী, এ এইচ এম সৈয়দ নুর, মাসুদ পারভেজ,আবু তাহের নূরী, মারুফুল ইসলাম, আব্দুল আজিজ, কামাল উদ্দিন প্রমূখ। পরিশেষে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার সমপ্রসারণে ব্রির উদ্যোগ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষা সম্পন্ন