কাল পদত্যাগ করবেন গন্ডামারার চেয়ারম্যান লেয়াকত আলী

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারার আলোচিত চেয়ারম্যান মো: লেয়াকত আলী কাল রবিবার চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। এছাড়া এলাকাবাসীকে শনিবারের (আজ) মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্রে সই দরকার হলে পরিষদে চলে আসার আহবান জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিতে পদত্যাগ করছেন বলে সূত্রে জানা যায়। ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেন চেয়ারম্যান মো: লেয়াকত আলী। তিনি বলেন, আগামী রবিবার নতুবা সোমবার মনোনয়ন ফরম জমা দেবেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নিষিদ্ধ মহানগর ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ