ওয়ানএমডিবি কেলেঙ্কারি ক্ষমতার অপব্যবহারেও দোষী সাব্যস্ত নাজিব রাজাক

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারির দ্বিতীয় আরেক মামলায় কারবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। গতকাল শুক্রবার কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ এই রায় ঘোষণা করেন। ৭২ বছর বয়সী নাজিব রাজাক বর্তমানে ওয়ানএমডিবির একটি শাখা (এসআরসি ইন্টারন্যাশনাল) থেকে অর্থ আত্মসাতের দায়ে কারাদণ্ড ভোগ করছেন। খবর বিডিনিউজের।

নতুন এই রায়ে তিনি ওয়ানএমডিবি তহবিল থেকে ২ দশমিক ২ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (৫৩৯ মিলিয়ন ডলার) স্থানান্তরের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে অর্থ পাচারের আরও ২১ টি অভিযোগ আছে। সব অভিযোগের পূর্ণ রায় এবং সাজা ঘোষণা হওয়া এখনও বাকি। প্রতিটি অভিযোগেই দোষী সাব্যস্ত হলে নাজিব রাজাকের আরও ১৫ থেকে ২০ বছরের জেল হতে পারে। আদালতে কৌঁসুলিরা যুক্তি দিয়ে বলেছেন, এক দশকেরও বেশি সময় আগে নাজিব একজন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসাবে তার ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়েছেন। এই কেলেঙ্কারি প্রথম সামনে এসেছিল ২০১৫ সালে। ২০২০ সালে ওয়ানএমডিবি তহবিল থেকে প্রায় ৯ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার অপব্যবহারের অভিযোগের প্রথম মামলায় নাজিবের ১২ বছরের কারাদণ্ড হয়। পরে তা ৬ বছরে নামিয়ে আনা হয় এবং এখন তিনি এ সাজা ভোগ করছেন। গত বছর ওয়ানএমডিবি কেলেঙ্কারি ভুলপথে পরিচালনার জন্য নাজিব ক্ষমা চেয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটরন্টো বিশ্ববিদ্যালয়ের কাছে ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় বড়দিনে আইএসের আস্তানায় যুক্তরাষ্ট্রের হামলা