বান্দরবানে ৩.৯ মাত্রার ভূমিকম্প

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:৩৬ অপরাহ্ণ

বান্দরবানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৪টায় স্বল্পমাত্রার এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অক্ষাংশ, ২২.০৭ ডিগ্রি উত্তর দ্রাঘিমা: ৯২.৫১ ডিগ্রী পূর্ব (রুমা, বান্দরবান)। উত্তপত্তিস্থল থেকে বান্দরবান সদরের দূরত্ব ২৮৬ কি.মি.।

স্থানীয় বাসিন্দা হেলালউর রশিদ বলেন, সন্ধ্যায় হঠাৎ ভূমিকম্পে কেপে উঠি। আতঙ্ক মানুষ ছোটাছুটি করে। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পায়নি।

পূর্ববর্তী নিবন্ধলামায় ত্রিপুরা শিশুকে ধর্ষণের চেষ্টা, দুই যুবক আটক
পরবর্তী নিবন্ধজেঁকে বসেছে শীত