ভেনেজুয়েলায় মার্কিন অবরোধ জলদস্যুতা : রাশিয়া

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলাকে অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে জলদস্যুতা ও ডাকাতিকে পুনরুজ্জীবিত করছে। খবর বিডিনিউজের।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাস্তবতাবোধ একটি বিপর্যয় এড়াতে সাহায্য করবে বলে আশাও প্রকাশ করেছে তারা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আজ আমরা ক্যারিবীয় সাগরে সম্পূর্ণ অনাচার প্রত্যক্ষ করছি, যেখানে অন্যের সম্পত্তির দীর্ঘবিস্মৃত চুরির পুনরুজ্জীবন ঘটছে, যাকে জলদস্যুতা ও ডাকাতি বলে।

তিনি আরও বলেন, আমরা ধারাবাহিকভাবে উত্তেজনা কমানোর পক্ষে কথা বলে আসছি। আমাদের আশা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবতাবাদ ও যৌক্তিকতা আন্তর্জাতিক আইনি নিয়মের মধ্যে পক্ষগুলির কাছে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার সুযোগ দেবে। নিকোলাস মাদুরো সরকার তার দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা এবং স্থিতিশীলতা ও নিরাপদ উন্নয়ন ধরে রাখার লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি আমাদের সমর্থন নিশ্চিত করছি আমরা।

পূর্ববর্তী নিবন্ধনতুন আইনে ফরাসি ঔপনিবেশিক শাসনকে অপরাধ ঘোষণা করল আলজেরিয়া
পরবর্তী নিবন্ধবন্দর এলাকায় যুবদলের আনন্দ মিছিল