চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ আজ ২৬ ডিসেম্বর সকালে লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে বাংলাদেশের ৩০টি জেলা এবং ৩টি দেশ যথাক্রমে ডেনমার্ক,শ্রীলংকা,সিঙ্গাপুর থেকে ৩জন সহ ৮০০–এরও বেশি প্রতিযোগী এতে অংশগ্রহণ করছেন। ২১.৫,১০ এবং ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে জেনারেল,ভেটারেন ও লোকাল ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল থেকেই শুরু হবে প্রতিযোগিতার কার্যক্রম। চুনতি ডট কম ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুনতির কৃতী সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।












