তারেক রহমান ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক যে রূপান্তর চলছে তা আরও মসৃণ হবে বলেও মনে করেন তিনি। গতকাল বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় যান শফিকুল আলম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।

শফিকুল আলম বলেন, আমরা তাকে স্বাগত জানাই। উনি বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির লিডার, এবং তার বাংলাদেশে আসা খুবই একটাআমি বলবো একটা পজিটিভ ইমপ্যাক্ট করবে। বাংলাদেশে তো সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। উনি আসলে সেটা পূরণ হবে। উনি বাংলাদেশের সামনে আমাদের একটা বড় ইলেকশন, আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি। তো আমরা আশা করছি যে এই আমাদের এই ট্রানজিশনটা আরও স্মুথ হবে আসার পরে। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, তার নিরাপত্তা তো তার পার্টি দেখছেন, বাট তারা যেই ধরনের সহযোগিতা আমাদের কাছে চাচ্ছেন, আমরা সব সহযোগিতাই করছি।

পূর্ববর্তী নিবন্ধতারেকের ফেরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর একটি : কুগেলম্যান
পরবর্তী নিবন্ধতারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে : নাহিদ