নগরীর চান্দগাঁওয়ের মৌলভীবাজার সেন বাড়ী এলাকায় ইমন দাশ হত্যা মামলার প্রধান আসামিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন– প্রধান আসামি নয়ন মহাজন ও তার সহযোগী নেজাম উদ্দিন। গত বুধবার জেলার হাটহাজারী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভিকটিম ইমন দাশ পটিয়ার বাসিন্দা। নগরীর চান্দগাঁওয়ে তিনি বসবাস করতেন। র্যাব জানায়, গত ৩০ নভেম্বর ভোরে নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার সেন বাড়ী এলাকায় পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, চাকু, রাম দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ইমন দাশকে গুরুতর আঘাত করা হয়। পরে গত ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পূজার ফুল সংগ্রহ করতে গেলে পূর্ব শত্রুতার জেরে নয়ন মহাজন ও তার সহযোগিদের হাতে আক্রমণের শিকার হয়েছিলেন। এ ঘটনায় ইমন দাশের বাবা সাগর দাশ বাদী হয়ে চান্দগাঁও থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এদিকে গ্রেপ্তার পরবর্তী নয়ন মহাজন ও তার সহযোগী নেজাম উদ্দিনকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।












