চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫.৫১ কোটি টাকা। মোট ৯০১টি লেনদেনের মাধ্যমে মোট ১৩.৩৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১.১৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৬৪২.৫৬ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ২.২৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৮.১৫। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.২৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৫৬.৭৩ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৯.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৬৩৬.৮৬ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৫,৮৩৯.৯৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,২২৮.৬৫ কোটি টাকা। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, দাম কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।








