বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপ্রন ছিরাসাওয়াদির নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরে পৌঁছলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান তাদের স্বাগত জানান। পরে প্রতিনিধিদলটি বন্দর চেয়ারম্যানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। থাই রাষ্ট্রদূত থাইল্যান্ডের রেনং পোর্ট এবং চট্টগ্রাম পোর্টের মধ্যে জাহাজ চলাচল বিষয়ে ইতোপূর্বে সম্পাদিত সমঝোতা স্মারক বাস্তবায়নের উপর আলোকপাত করেন।
বাংলাদেশ–থাইল্যান্ড এফটিএ স্বাক্ষরের বিষয়ে সরকারি উচ্চ পর্যায়ে তিনি আলোচনা শুরু করার জন্যও অনুরোধ জানান। আগামী এপ্রিলে রেনং পোর্ট থেকে চট্টগ্রাম পোর্টে প্রথম শিপমেন্ট চালু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান দুই দেশের মধ্যে কি কি পণ্য আমদানি–রপ্তানি করা যায় তা নিয়ে বাজার যাচাইয়ের উপর গুরুত্বারোপ করেন। এসময় উভয় দেশের বাণিজ্য প্রতিনিধিদলের সফর ট্রেড সমপ্রসারণে বিশেষ ভূমিকা রাখবে বলেও বন্দর চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন।
থাই প্রতিনিধিদলকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার প্রশংসা করেন।











