শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র এবং ক্যানসার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার পরিদর্শন করেছে। পরিদর্শক টিমে ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক এ ওয়াই এমডি জাফর ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন এবং প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন উপস্থিত ছিলেন।
এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. ধনঞ্জয় দাস, শিশু বিকাশ কেন্দ্র ও ক্যানসার ইনস্টিটিউটের চিকিৎসক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র এবং ক্যানসার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তারা এখানে আগত রোগী ও রোগীর অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ নেন।
উল্লেখ্য, শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যানসার ইনস্টিটিউটের জন্য ইতোপূর্বে ১ কোটি ২০ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে এবং ট্রাস্টের নামে ক্যানসার ইনস্টিটিউটে একটি ফ্লোর নামকরণ করা হয়েছে। তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












