ক্বিরাতুল কুরআন নুরানী মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

ক্বিরাতুল কুরআন নুরানী মাদ্রাসার বার্ষিক সভা ও মেধাভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার নগরীর মোমিন রোড ঝাউতলায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি হাজী মো. রহমতউল্লার। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আবদুল হক।

মাদ্রাসার সিনিয়র সহসভাপতি মো. সোলাইমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান। বক্তব্য রাখেন হাজী মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সেলিম, হেলাল উদ্দিন রাশেদ, মো. আলী হোসেন, মোহাম্মদ ইব্রাহীম, আবু সৈয়দ দেলোয়ার, ইকবাল উদ্দিন, মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ আদনান, আব্দুল খালেক ও আবদুল মান্নান। মাদ্রাসার নির্বাহী পরিচালক আবদুল মজিদ মাদ্রাসার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা মানব কল্যাণ সংস্থার ৭ম বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়ি ইকরা আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা